Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

সাম্প্রতিক কর্মকান্ডঃ

১। কৃষকের মাঝে উদ্যান ফসলের উন্নত প্রযুক্তি সম্প্রসারণ।

২। পরিবেশবান্ধব নিরাপদ, টেকসই উন্নয়ণ উৎপাদনক্ষম উত্তম উদ্যান ফসল প্রবর্তন।

৩। কৃষি তথ্য প্রযুক্তি উন্নয়ণ ও তথ্য সেবা সম্প্রসারণ।

৪। কৃষি উপকরণের (চারা/কলম ও বীজ) সরবরাহ নিশ্চিতকরণ।

৫। মাটির সুস্বাস্থ রক্ষায় জৈব সারের ব্যবহার।

৬। উচ্চমূল্যের উদ্যানফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধিকরণ।

৭। কৃষক পর্যায়ে মানসম্পন্ন চারা /কলম ও বীজ উৎপাদন সংরক্ষন ও বিতরণ।

৮। উদ্যান ফসলের ঘাত সহিষ্ঞু জাত সম্প্রসারণ।

৯। সম্প্রসারণকর্মী/কৃষকদের দক্ষতা বৃদ্ধিকরণ।

১০। উদ্যান ফসলের উন্নয়নে নারীকে সম্পৃক্তকরণ।

১১। প্রচলিত লাগসই উদ্যান ফসল ভিত্তিক কৃষি প্রযুক্তি সংরক্ষণ  সম্প্রসারণ।

১২। দূর্যোগ মোকাবেলা ও কৃষি পূণর্বাসন করা।

১৩। জলবায়ু প্রবর্তনের সাথে সাথে উদ্যান ফসল উৎপাদনে কৃষকদের প্রয়োজনীয় নতুন কৃষি প্রযুক্তি ও পরামর্ষ প্রদানকরা।